করোনার উৎপত্তিস্থলগুলো বন্ধ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 11:55:21

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা করোনার চিকিৎসা দিয়ে কুল পাবো না, তাই করোনার উৎপত্তি যেখানে হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে।

মঙ্গলবার (০৬ এপ্রিল) বিকেলে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় একটি হাসপাতাল উদ্বোধনকালে ফেসবুক লাইভে এসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার নির্দেশনায় আমরা দিনরাত কাজ করে এই ভবনটি তৈরি করেছি। এখানে অক্সিজেন আছে, বেড আছে যা করোনা চিকিৎসার জন্য তৈরি করেছি।

তিনি আরও বলেন, এখন আমরা ভ্যাকসিন দিয়েছি, অনেকে ভ্যাকসিন নেওয়ার পর এত বেপরোয়া হয়েছি যে আর করোনা ধরবে না। দেখা গেছে যারা ভ্যাকসিন নিয়েছে তারাও সংক্রমিত হয়েছে, কারণ দ্বিতীয় ডোজ এখনো দেওয়া হয়নি। এখনো তাদের শরীরে অ্যান্টিবডি গ্রো করেনি।

করোনা আক্রান্ত ব্যাক্তি ঘুরে নিজেকে এবং সমাজকেও সংক্রমিত করছে। আক্রান্ত সংখ্যা এখন ১০ গুণ বেড়ে গেছে। যা আগে প্রতিদিন আক্রান্ত হতো ৬০০ এখন দৈনিক আক্রান্ত হচ্ছে ৬ হাজার, ৭ হাজার। এই মৃত্যুর জন্য আমরা যারা স্বাস্থ্যবিধি মানি নাই তারাই দায়ী। আমাদের সকলের সচেতন হতে হবে এবং নিয়ম মেনে চলতে হবে।

এ সম্পর্কিত আরও খবর