করোনায় আক্রান্ত কুমিল্লার সিভিল সার্জন

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-09-01 22:52:30

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা.মীর মোবারক হোসাইন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা শনাক্তের পর থেকে সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন তিনি।

বুধবার (০৭ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সৌমেন রায়।

তিনি বলেন, গত রোববার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় স্যারের। এরপর থেকে বাসায় আইসোলেশনে আছেন তিনি। সেখানে তাঁর চিকিৎসা চলছে। স্যারের পরিবর্তে বর্তমানে দায়িত্ব পালন করছেন ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন।

ডা.শাহাদাত হোসেন বলেন, সিভিল সার্জন স্যার বাসা থেকে আমাকে ফোনে নির্দেশনা দিচ্ছেন। সে অনুযায়ী স্বাস্থ্য বিভাগের সকল কাজ পরিচালনা করছি।

মোবাইল ফোনে সিভিল সার্জন ডা.মীর মোবারক হোসাইন জানান, তিনি এখন বাসায় আইসোলেশনে রয়েছেন। নিয়ম মেনে চিকিৎসা নিচ্ছেন। তবে শারীরিকভাবে বেশ দুর্বলতা অনুভব করছেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর