পদ্মা সেতু নিয়ে জরুরি বৈঠকে দুই মন্ত্রীসহ এমপিরা

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 10:03:54

সরকারের মেয়াদের শেষ সময়ে এসে পদ্মাসেতু প্রকল্প, এক্সপ্রেসওয়ে, নদীশাসন নিয়ে বনানী সেতু ভবনে একটি জরুরি বৈঠকে বসেছে  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২ অক্টোবর) বিকেল ৩টায় সেখানে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেতু ভবনের কর্মকর্তাসহ পদ্মা সেতু প্রকল্পের সকলকে ডেকেছেন।  কর্মকর্তারা সেখানে বৈঠকে যোগ দিয়েছেন।

গুরুত্বপূর্ণ এ বৈঠকে পদ্মা সেতুসহ মেগা প্রকল্পগুলো নিয়ে জরুরি আলোচনা হবে।

বৈঠকে রেলমন্ত্রীসহ আরও কয়েকজন সংসদ সদস্য যোগ দিয়েছেন। প্রকল্প কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত শুনবেন মন্ত্রীরা

প্রধানমন্ত্রী ১৩ অক্টোবর পদ্মা সেতু প্রকল্প এলাকা পরিদর্শনে যাবেন। এ সময় সেখানে পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের সূচনা করবেন।

মূলত প্রধানমন্ত্রীর এই সফরকে সামনে রেখেই সেতু ভবনে জরুরি বৈঠক বলে সেতু ভবন সূত্র জানায়।

শেখ হাসিনার নামে পদ্মাসেতু নামকরণের যে সিদ্ধান্ত নিয়েছিলো মন্ত্রণালয় তা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী নিজে। এ প্রেক্ষিতে পদ্মাসেতু নামে পরিচিতি পাবে স্বাধীনতার পরে দেশের সবচেয়ে বড় এ অবকাঠামো।

এ সম্পর্কিত আরও খবর