জরুরি প্রয়োজন ছাড়া চলছে না গাড়ি, কঠোর অবস্থানে পুলিশ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 04:58:24

প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা। আর এই ঊর্ধ্বগতি ঠেকাতে আজ বুধবার থেকে সারাদেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে।

লকডাউনের প্রথম দিনে জরুরি প্রয়োজন ছাড়া কোন মানুষ এবং রাস্তায় চলাচল করতে দেয়া হচ্ছে না কোন গাড়ি। লকডাউনের বিধি নিষেধ মানাতে এবার কঠোর অবস্থানে আছে পুলিশ।

বুধবার (১৪ এপ্রিল) সরেজমিনে রাজধানীর ধানমণ্ডি, খামার বাড়ি, মোহাম্মদপুর এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

লকডাউনের বিধি নিষেধ মানাতে এবার কঠোর অবস্থানে আছে পুলিশ

করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে আরোপ করা ‘সর্বাত্মক লকডাউন’ দিয়ে আজ বুধবার (১৪ এপ্রিল) থেকে লকডাউন শুরু হয়েছে। লকডাউনের জন্য ১৪-২১ এপ্রিল পর্যন্ত চলাচলের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা থাকবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া রাজধানীর রাস্তায় কাউকে বাইরে বের হতে দেখা যায়নি।

ধানমন্ডি ২৭ এর মোড়ে সোহান বলেন, আমি জরুরী একটা কাজে মহাখালী যাব। তবে আজকের লকডাউনকে লকডাউন মনে হচ্ছে। রাস্তায় তেমন মানুষ নেই। এই টুকু আসতেই দুইবার পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।

পুলিশ কর্মকর্তা রুহুল আমিন বলেন, আজকের লকডাউন সম্পর্কে আগে থেকেই বলা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এই লকডাউনে জরুরী প্রয়োজন ছাড়া আমরা একদম'ই কাউকে বাইরে বের হতে দিচ্ছি না। রাস্তাও আজকে ফাঁকা, রাস্তায় চলাচল করতে মুভমেন্ট পাশ ফলো করছি।

এ সম্পর্কিত আরও খবর