শেষ ১৬ দিনেই শনাক্ত ১ লাখ করোনা রোগী

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 22:29:49

দেশে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস শনাক্তে বা মৃত্যু প্রতিদিনই রেকর্ড ভাঙছে। ক্রমেই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৩ হাজার ১৭০ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এরমধ্যে শেষ ১৬ দিনেই (৩০ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত) ১ লাখ রোগী শনাক্ত হয়েছে।

এর আগে ১ লাখ রোগী শনাক্ত হতে সবচেয়ে কম সময় লেগেছিল ৩০ দিন, সেটা গত বছরের জুলাইয়ে।

বুধবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের তথ্য ঘেঁটে এমন চিত্র দেখা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর তিন মাস পর ১৮ জুন শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ছাড়ায়। এর ঠিক এক মাস পর ১৮ জুলাই করোনা রোগীর সংখ্যা ২ লাখে দাঁড়ায়।

এর পরের এক লাখ রোগী শনাক্ত হয় এক মাস ৯ দিনে, ২৬ অগাস্ট শনাক্ত রোগীর সংখ্যা ছাড়ায় ৩ লাখ। শনাক্ত রোগীর সংখ্যা ৪ লাখ পৌঁছাতে সময় লেগেছিল দুই মাস। আর ৫ লাখে পৌঁছাতে সময় লাগে ৫৫ দিন।

এরপর সংক্রমণ কিছুটা কমতে থাকায় পরের এক লাখ রোগী শনাক্ত হয় ১০২ দিন পর। গত ২৯ মার্চ শনাক্ত রোগীর সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছিল।

দেশে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে ২৯ মার্চের পর দৈনিক দিনে শনাক্ত রোগীর সংখ্যা এক বারের জন্যও পাঁচ হাজারের নিচে নামেনি। এর মধ্যে ৭ এপ্রিল রেকর্ড সংখ্যক ৭ হাজার ৬২৬ জন রোগী শনাক্ত হয়। যা একদিনে এই পর্যন্ত সর্বাধিক শনাক্ত।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। দেশে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭ লাখ ৩ হাজার ১৭০ জন। করোনায় মারা গেছেন ৯ হাজার ৯৮৭ জন।

এ সম্পর্কিত আরও খবর