জামালপুরে এক দিনেই ১৫ জনের করোনা শনাক্ত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর | 2023-08-27 23:58:36

জামালপুরে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১৫ জনের।

বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৬১ জন এবং এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮২০ জন।

জেলা সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস বার্তা২৪.কম-কে জানান, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ ল্যাবে ৬৭টি নমুনা পরীক্ষায় ১৫ জন করোনা শনাক্ত হয়। এদের মধ্যে জামালপুর জেনারেল হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী ও বকশীগঞ্জ উপজেলার এক বেসরকারি চিকিৎসক আক্রান্ত হয়েছে। ওই ব্যক্তিরা জামালপুর জেনারেল হাসপাতাল ও নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিল।

এখন পর্যন্ত ৪৯ চিকিৎসক, একজন পল্লী চিকিৎসক, দুইজন বেসরকারি চিকিৎসক, ১১৩ জন সরকারি স্বাস্থ্যকর্মী এবং ৩১ জন বেসরকারি স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে।

জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২২ জন।

এছাড়াও শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিট থেকে ছাড়পত্র নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮২০ জন। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ ও ঢাকা হাসপাতালে রেফার্ড করা হয়েছে ৪০ জনকে ।

এ সম্পর্কিত আরও খবর