দুইদিনে আড়াই লাখ মুভমেন্ট পাস ইস্যু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 00:02:41

দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। তাই বিধিনিষেধের এই সময়ে জরুরি প্রয়োজনে চলাচলের জন্য মঙ্গলবার (১৩ এপ্রিল) পুলিশের বিশেষ ব্যবস্থা নাগরিক মুভমেন্ট পাস চালু করে। দুইদিনে ২ লাখ ৫০ হাজার মুভমেন্ট পাস ইস্যু করা হয়েছে।

বুধবার (১৪ এপ্রিল) পুলিশ সদর দফতরের দেওয়া তথ্যে জানানো হয়, মঙ্গলবার সকাল ১১টা থেকে আজ বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ৭ কোটি ৮১ লাখ হিট হয়েছে। প্রতি মিনিটে হিট হয়েছে ২১ হাজার ৩৩৭টি।

এ পর্যন্ত অ্যাপে রেজিস্ট্রেশন করেছেন ৩ লাখ ১০ হাজার জন। যাদের মধ্যে দুই লাখ ৫০ হাজার মুভমেন্ট পাস ইস্যু করা হয়েছে।

দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর নিষেধাজ্ঞা চলাকালীন জরুরি প্রয়োজনে চলাচলের জন্য ‘মুভমেন্ট পাস’ দিচ্ছে পুলিশ।

এ সম্পর্কিত আরও খবর