রংপুরে মসজিদের চাঁদা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-24 18:34:28

রংপুরের হারাগাছে মসজিদের চাঁদা আদায়ের টাকা নিয়ে নতুন কমিটির সঙ্গে পূর্বের কমিটির সংঘর্ষে নাজমুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার চেয়ারম্যানটারী এলাকায় এ সংঘর্ষ হয়।

নিহত নাজমুল ইসলাম সৎবাজার এলাকার আব্দুল হকের ছেলে। তিনি চেয়ারম্যানটারী এলাকায় শ্বশুর বাড়িতে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে মসজিদের চাঁদা আদায়কে কেন্দ্র করে পূর্বের কমিটির সদস্য দয়াল ইসলামের সঙ্গে নতুন কমিটির সদস্য আব্দুল বারি ভেলুর বাকবিতন্ডা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভেলু দলবল নিয়ে দয়ালের ওপর অতর্কিত হামলা করে। এ সময় দয়ালের ভাই নুরআলম ও ভগ্নিপতি নাজমুল ইসলাম এগিয়ে আসলে তাদেরকেও বেধড়ক মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই নাজমুল ইসলাম গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার সময় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

রংপুর মেট্রোপলিশের সহকারী পুলিশ কমিশনার(মাহিগঞ্জ জোন) আল ইমরান ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

মেট্রোপলিটন হারাগাছ থানার ওসি রেজাউল করিম বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ সম্পর্কিত আরও খবর