দুর্নীতির দায়ে দুদক কর্মচারী বরখাস্ত

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 20:42:36

দুর্নীতি ও প্রতারণার দায়ে দুদকের নিরাপত্তা শাখায় কর্তব্যরত এক কনস্টেবলকে বরখাস্ত করেছে দুদক।

মঙ্গলবার (২ অক্টোবর) বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি । বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

বরখাস্ত হওয়া ব্যক্তির নাম আসাদুজ্জামান।

দুদক সূত্র জানায়, আসাদুজ্জামান নিজেকে ইন্সপেক্টর পরিচয় দিয়ে দুদকের ভয় দেখিয়ে একটি রেস্টুরেন্ট থেকে অর্থ আদায় করে। মোট তিন দফায় ওই রেস্টুরেন্ট থেকে টাকা আদায় করে। দুদকের গোয়েন্দা কার্যক্রমে এই তথ্যটি বেরিয়ে আসে।

এদিকে অভিযোগটি তাৎক্ষণিক তদন্ত করে এর সত্যতা প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রশাসন) মুনীর চৌধুরী।

মুনীর চৌধুরী বার্তা২৪.কমকে বলেন, ‘দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি চলমান। দুর্নীতি প্রকাশ হওয়ামাত্র অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ন্ত্রণে দুদক দৃঢ় প্রতিজ্ঞ।’

এ সম্পর্কিত আরও খবর