স্বাস্থ্যবিধি না মানায় সিরাজগঞ্জে ৫৭১ ব্যক্তিকে জরিমানা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ,বার্তা২৪.কম, সিরাজগঞ্জ | 2023-08-21 06:15:29

করোনা ভাইরাস ব্যাপক বিস্তার রোধকল্পে সিরাজগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় গত ১১ দিনে (৫ এপ্রিল-১৫ এপ্রিল) ৫৭১ ব্যক্তিকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসব ব্যক্তির কাছ থেকে ১ লাখ ৭১ হাজার ৮০০ টাকা আদায় করা হয়েছে।
 
শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের করোনা সেলের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহম্মেদ।
 
তিনি জানান, বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোট ছয়টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাস্ক না পরা, নিরাপদ দূরত্ব বজায় না রাখা, লকডাউন উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, কারণ ছাড়া বাইরে বের হওয়াসহ বিভিন্ন অপরাধে ২৪টি মামলা করা হয়েছে। এসব মামলায় ৪০ ব্যক্তিকে মোট ১৩ হাজার ২০ টাকা জরিমানা করা হয়েছে।
 
এ সময় ‘করোনা মহামারি সংক্রমণরোধে চলমান লকডাউন বাস্তবায়নে মাস্ক বিধান, স্বাস্থ্য বিধি প্রতিপালন ও নিশ্চিত করনে সচেতনতা তৈরী ও সামাজিক দুরত্ব বজায় রাখতে নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিষ্ট্র্রেট ফয়সাল আহম্মেদ।

এ সম্পর্কিত আরও খবর