অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, ২৫ হাজার টাকা জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-28 02:15:28

ঈদকে সামনে রেখে রংপুরে অবৈধভাবে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে গড়ে ওঠা লাচ্ছা সেমাই কারখানায় অভিযান চালিয়েছে বিএসটিআই। এ সময় একটি সেমাই কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (১৭ এপ্রিল) বিকেলে অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মিঠাপুকুর উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) নূর-ই-আলম সিদ্দিকি। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার ইবাদত মানিক ও মেসবাহ উল হাসান। তাদের সহযোগিতা করেন র‌্যাব-১৩ এর সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার ছড়ান এলাকায় তাহান ফুডস নামে একটি সেমাই কারখানায় রক্ষিত লেবেলবিহীন কয়েক ড্রাম পামওয়েল জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া অনুমোদন ছাড়াই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অভিযোগে কারখানাটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর