২০২০ সালের নাশকতা মামলায় মামুনুল হক গ্রেফতার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 10:58:39

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে ২০২০ সালের একটি নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

রোববার (১৮ এপ্রিল) তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার হারুন-অর-রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২০ সালের রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে। গ্রেফতারের পর তেজগাঁও উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় থেকে এখন তাকে রাখা হয়েছে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে।

তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে দেশের আর কোথায় কোথায় মামলা হয়েছে সেসব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। সেগুলো পর্যালোচনা করে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, মোহাম্মদপুর থানা এলাকার ২০২০ সালের একটি ভাঙচুর-নাশকতার মামলা ছিল। ওই নাশকতার ঘটনায় তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে, এই মর্মে আজ দুপুরে মোহাম্মদপুরে তার পরিচালিত মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আগামীকালকে তাকে আদালতে তোলা হবে।

এ সম্পর্কিত আরও খবর