রংপুর বিভাগে করোনায় নতুন আক্রান্ত ৬৬

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-26 20:40:47

রংপুর বিভাগের ৮ জেলায় একদিনে নতুন করে ৬৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

রোববার (১৮ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আহাদ আলী বলেন, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৬৬ জন রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে সুস্থ হয়েছেন ২৪ জন। এ নিয়ে বিভাগে ১ লাখ ২০ হাজার ৯শ’ ৯৪ জনের টেস্ট করে মোট ১৭ হাজার ২শ’ ৯৪ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৩শ’ ২৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ১৬ হাজার ২২ জন রোগী সুস্থ হয়েছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালায় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের দিনাজপুরে ২৩, রংপুরে ১৫, গাইবান্ধায় ৯, কুড়িগ্রামে ৬, ঠাকুরগাঁও ৫, নীলফামারীতে ও লালমনিরহাট জেলায় ৪ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে দিনাজপুর জেলায় ৫ হাজার ১শ’ ৮৮ জন আক্রান্ত ও ১শ’ ১৬ জনের মৃত্যু, রংপুর জেলায় ৪ হাজার ৪শ” ৩১ জন আক্রান্ত ও ৭৬ জনের মৃত্যু, ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৬শ’ ১৩ জন আক্রান্ত ও ৩৪ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৬শ’ ৩৯ জন আক্রান্ত ও ২১ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৪শ’ ৮৪ জন অক্রান্ত ও ৩৩ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৯৮ জন আক্রান্ত ও ১৭ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ২১ জন আক্রান্ত ও ১১ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৮শ’ ২০ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে।

রংপুর বিভাগে ১ লাখ ২০ হাজার ৯শ’ ৯৪ জনের টেস্ট করে মোট ১৭ হাজার ২শ’ ৯৪ জন আক্রান্ত পাওয়া গেছে।

এদিকে করোনা সন্দেহে বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ২২৩ জনসহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন ১ লাখ ৮শ’ ৭৫ জন। একই সময়ে ১ শ’ ৪৪ জনসহ মোট ৯৬ হাজার ৩শ’ ৭৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর