রোজাদারদের হাতে ইফতারি পৌঁছে দিচ্ছে একদল তরুণ-তরুণী

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-27 18:33:48

পবিত্র মাহে রমজানের সঙ্গে শুরু হয়েছে লকডাউন। এর প্রভাবে ছিন্নমূল পরিবারে কমেছে আয়-রোজগার। এসব পরিবারের রোজাদার ব্যক্তিদের মধ্যে ইফতারি সামগ্রী তুলে দিচ্ছেন একদল তরুণ-তরুণী।

সোমবার (১৯ এপ্রিল) বিকেলে জুমবাংলা ইয়ূথ ফাউন্ডেশন নামের এ সংগঠনের ব্যানারে গাইবান্ধা শহরের দাস বেকারি মোড়, স্বাধীনতা প্রাঙ্গন ও পৌরপার্কে দেখা যায় তাদের ইফতারি প্যাকেট বিতরণের চিত্র।

এসময় জুমবাংলা ইয়ূথ ফাউন্ডেশন এর সমন্বয়ক মো. মেহেদী হাসান, এনটি স্মরণ, ভলান্টিয়ার সকু মিয়া, রিয়া মনি, পান্না ভট্টাচার্য, সারমিন আক্তার, দ্বীপ সাহা, রবেল সরকার, সৃজন, সাবানা খাতুন, লাওহে মাহফুজ, মিমজু আক্তার, জুয়েল জুয়েল সরকার, জাহিদ হাসানসহ আরো অনেকে ইফতারি প্যাকেট বিতরণের ব্যস্ত ছিলেন। তারা প্রত্যেক দিন শহরের বিভন্ন প্রান্ত ঘুরে ১০০ জন অসহায় রোজাদার ব্যক্তিকে মানসম্মত ইফতারী খাবার দিচ্ছে।

গাইবান্ধা শহরের দাস বেকারি মোড়ের রিকশা চালক কলিম উদ্দিন ব্যাপারী বলেন, জীবিকার তাগিদে লকডাউনের মধ্যেও গাড়ি নিয়ে বের হতে হচ্ছে কিন্তু তেমন টা যাত্রী পাওয়া যাচ্ছে। সন্ধ্যায় কি খেয়ে ইফতার করবো এমন চিন্তায় ভুগছিলাম। এরই মধ্যে একদল ছেলে-মেয়ে এসে ইফতারী প্যাকেট দিয়েছে।

এ তথ্য নিশ্চিত করে জুমবাংলা ইয়ূথ ফাউন্ডেশন এর সমন্বয়ক মো. মেহেদী হাসান বলেন, করোনা পরিস্থিতিতে দিনমজুর মানুষদের রোজগার কমেছে। অনেকে রোজা শেষে সন্ধ্যায় ভালো কোনো ইফতারি কিনতে পারছে না। এমন শ্রমজীবি রোজাদার মানুষদের কাছে ইফতারি পৌঁছে দেয়া হচ্ছে। এসবের মধ্যে খিচুরি, ডিম, খেজুর ও আচার রয়েছে। এ কর্মসূচি রমজান মাস ব্যাপী চলমান থাকবে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর