নেতাকর্মীদের সংঘাতে না যাওয়ার আহ্বান জানিয়েছেন বাবুনগরী

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 22:02:45

হেফাজতে ইসলামের নেতা–কর্মীদের সংঘাতে না যাওয়ার আহ্বান জানিয়ে জুনায়েদ বাবুনগরী বলেছেন, আপনারা ধৈর্য ধারণ করুন, কোনও সংঘাতে যাবেন না। কোনও জ্বালাও পোড়াও করবেন না। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের গ্রেপ্তার হওয়া নেতা–কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

হেফাজতে ইসলাম সংগঠনের আমির জুনায়েদ বাবুনগরী সোমবার (১৯ এপ্রিল) রাতে দেওয়া এক ভিডিও বার্তায় বলেন, হেফাজত দেশের বড় একটি অরাজনৈতিক দল। প্রতিষ্ঠার ১১ বছরেও কোনও পার্টির সঙ্গে হেফাজতে ইসলামের সম্পর্ক ছিল না। হেফাজত শান্তি-শৃঙ্খলা চায়। কোনও সংঘাতেও যেতে চায় না। কাউকে ক্ষমতায় বসানো বা ক্ষমতা থেকে নামানো হেফাজতের উদ্দেশ্য নয়। হেফাজতে ইসলাম জ্বালাও–পোড়াও বিশ্বাস করে না। এগুলো হারাম, নাজায়েজ। এ সময় তিনি নেতা–কর্মীদের সংঘাতে না যাওয়ার জন্য আহ্বান জানান।

ভিডিও বার্তায় তিনি হেফাজত সম্পর্কে গুজবে কান না দেওয়ার জন্য সরকারকে আহ্বান  জানিয়ে গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবি করেন।

উল্লেখ্য, হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী, জুনায়েদ আল হাবিব, মামুনুল হক, ইলিয়াস হামিদীসহ অনেক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সম্পর্কিত আরও খবর