করোনাক্রান্ত খালেদা জিয়া ভালোর দিকে: চিকিৎসক

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-21 18:31:59

করোনাক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম জাহিদ হোসেন।

বুধবার (২১ এপ্রিল) তিনি গণমাধ্যমকে এই কথা জানান।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল আছে। পর্যায়ক্রমে তাঁর শারীরিক অবস্থা ভালোর দিকে যাচ্ছে।

জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার করোনা আক্রান্ত হওয়ার ১৩তম দিন। গত ২৪ ঘণ্টায় ওনার শরীরে জ্বর নেই, তাপমাত্রাও স্বাভাবিক আছে। ওনার শ্বাস-প্রশ্বাস, স্যাচুরেশন খুবই ভালো আছে। খাবার রুচিও আগের মতো আছে।

তিনি আরও বলেন, আগামী সপ্তাহে আবারও করোনা পরীক্ষা করার পরিকল্পনা আছে। বিএনপির চেয়ারপারসনকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া লাগছে না জানিয়ে এই চিকিৎসক বলেন, কয়েকটি পরীক্ষা করার চিন্তা আছে, তা বাসায় রেখেই করা যাবে।

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর খ্যাতনামা বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে ব্যক্তিগত চিকিৎসক দলের তত্ত্বাবধানে গুলশানের বাসায় তার চিকিৎসা চলছে।

এ সম্পর্কিত আরও খবর