বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 21:10:33

গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়ার পাশাপাশি একই সাথে বিভিন্ন অঞ্চলে দাপট দেখাচ্ছে তাপপ্রবাহও।  আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ী দমক বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, তবে দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। একই সাথে আগামী দুই দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সপ্তাহের শেষে বাড়তে পারে তাপমাত্রা।

গতকাল দেশে দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

গত কয়েকদিন থেকে রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, খুলনা, মোংলা, সাতক্ষীরা, যশোর ও রাঙামাটি অঞ্চলসহ ঢাকা এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর