নাটোরে ধান কাটা শ্রমিকদের খাবার ও সুরক্ষা সামগ্রী দিলেন ডিসি

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর | 2023-08-27 01:38:48

চলনবিল অধ্যুষিত নাটোরের গুরুদাসপুর উপজেলায় বোরো ধান কাটা শুরু হয়েছে। করোনা ভাইরাস মোকাবেলা ও সচেতনতা বৃদ্ধির লক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে আগত এক হাজার ধান কাটা শ্রমিকের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও খাবার বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।

শুক্রবার (২৩ এপ্রিল) বেলা ১২টায় এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করেন তিনি।

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, চলনবিল অঞ্চলে বছরের সবচেয়ে বড় আবাদ বোরো ধান। এই আবাদ শতভাগ ঘরে তোলা কৃষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলনবিল দেশে বোরো ধানের মোট চাহিদার একটা বড় অংশ যোগান দেয়ায় আমরা সময়মতো ধান আহরণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ধান কাটা শ্রমিকদের নাটোরে আসার সুযোগ করে দিচ্ছি। পাশাপাশি নাটোর থেকে প্রশিক্ষিত কৃষি শ্রমিকদের প্রত্যায়ন পত্র দিয়ে হাওর এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রেরণ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, গুরুদাসপুর উপজেলা নিবার্হী অফিসার মো. তমাল হোসেন, সহকারি কমিশনার (ভূমি) আবু রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনর রশিদ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর