আরমানিটোলায় আগুনের ঘটনায় তদন্ত কমিটি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 21:22:31

পুরান ঢাকার আরমানিটোলার হাজী মুসা ম্যানসনে আগুনের ঘটনায় চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর।

শুক্রবার (২৩ এপ্রিল) ফায়ার সার্ভিসের সদর দফতরের উপ-পরিচালক (উন্নয়ন) নূর হাসানকে সভাপতি করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির অন্য তিন সদস্য হলেন- ফায়ার সার্ভিসের জোন-১ এর উপ-সহকারী পরিচালক, ও সংশ্লিষ্ট ওয়ারহাউজের দুইজন পরিদর্শক।

নূর হাসান বলেন, ইতিমধ্যে তদন্ত শুরু হয়ে গেছে। আমরা তদন্তে দেখার চেষ্টা করব অগ্নিকাণ্ডটি কেনো সংঘটিত হয়েছে। এছাড়া কি পরিমাণ ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ডে তাও আমরা বের করব তদন্তে।

তিনি আরও বলেন, হাজী মুসা ম্যানসনে যে কেমিক্যাল গোডাউন ছিল বলা হচ্ছে, সেগুলো রাখার পরিবেশ ছিল কি-না এবং অনুমতি ছিল কি-না সেগুলো আমরা খতিয়ে দেখব। আশাকরি আগামী ১০ কার্যদিবসের মধ্যে আমরা তদন্ত প্রতিবেদন জমা দিতে পারব।

এ সম্পর্কিত আরও খবর