কৃষ্ণচূড়ার আগুনে পুড়ছে রাজবাড়ী!

, জাতীয়

সোহেল মিয়া, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-09-01 06:29:25

বৈশাখের খরতাপে পুড়ছে পুরো দেশ। কাঠফাঁটা রৌদ্রে অতিষ্ঠ প্রকৃতি। প্রাণ ও প্রকৃতি যখন প্রখর রোদে পুড়ছে ঠিক সেই সময়েই আমরা আবার যুদ্ধ করছি অচেনা-অজানা প্রাণঘাতক করোনাভাইরাসের বিরুদ্ধে। বৈশাখের আগুনের সাথে পুরো বিশ্ব এখন বিপর্যস্ত এই ভাইরাসে। কিন্তু এসব কিছু ছাড়িয়ে প্রকৃতিতে সবুজ পাতার ফাঁকে এখন শোভা পাচ্ছে কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া ফুল জানান দিচ্ছে সৌন্দর্যের বার্তা। গ্রীষ্মের প্রাণহীন রুক্ষতাকে ভেদ করে কৃষ্ণচূড়া বয়ে এনেছে একরাশ শান্তির বার্তা। এ যেন সৃষ্টিকর্তার সৃষ্টির এক অপার রহস্য। তাই কবি নির্মলেন্দু গুণ লিখেছেন-

সবাই যখন ঝরে গেছে, ঝরে যাচ্ছে,
তখন তোমার ফোটার সময় হলো?
কৃষ্ণচূড়া, --হে কৃষ্ণের প্রিয় লাল ফুল,
শ্রীরাধার কাছে কী চাও তুমি বলো।

কৃষ্ণচূড়া ফুল জানান দিচ্ছে সৌন্দর্যের বার্তা

এই কৃষ্ণচূড়ার টকটকে লাল রঙের আগুনে এখন রাজবাড়ীর প্রকৃতি যেন জ্বলছে। রাজবাড়ী জেলার বিভিন্ন অলিতে গলিতে শোভা পাচ্ছে কৃষ্ণচূড়া। এ যেন প্রকৃতিপ্রেমীদের এক অনাবিল প্রশান্তি। প্রকৃতির সাথে চলছে যেন ভাব বিনিময়। কবির ভাষায় তাই-

কৃষ্ণচূড়া, হে হেমন্তের অকাল কৃষ্ণচূড়া,
তুমি তো জানোই, - পরিণীতা হয়েও
সুদামার অভিশাপে রাধা যে অনূঢ়া।
তোমার প্রণয়কলা প্রজাপতি জানে।
কিছুটা আমিও বুঝি, কেন যে অকালে
হঠাৎ ফুটেছো তুমি আমার বাগানে।
আমি তোমার প্রেমের খেলায়
পুড়তে রাজী দহনবেলায়।
আমাদের প্রেম কবে শেষ হবে বলো?
পতিদাহ; শাস্ত্রসম্মত নহে জানি,
আমারই না হয় সতীদাহ হলো।

কৃষ্ণচূড়ার টকটকে লাল রঙের আগুনে এখন রাজবাড়ীর প্রকৃতি যেন জ্বলছে

সবুজ পাতার ফাঁকে উজ্জ্বল লাল রঙের কৃষ্ণচূড়ার মনোমুগ্ধকর অপার সৌন্দর্য দেখে রাজবাড়ীবাসীর দু-নয়ন এখন জুড়ায়। কৃষ্ণচূড়া রঙে রঙিন হয়ে যায় মন। রাজবাড়ীর প্রকৃতিতে থোকায় থোকায় শোভা পাচ্ছে কৃষ্ণচূড়া। এই কৃষ্ণচূড়া ফুলের শোভা দেখার জন্য প্রতিনিয়ত ভীড় করছে সৌন্দর্যপ্রিয় মানুষগুলো। অনেক দর্শনার্থী আবার মুগ্ধ হয়ে সৃষ্টি করছেন কবিতা।

সবুজ পাতার ফাঁকে উজ্জ্বল লাল রঙের কৃষ্ণচূড়া

কৃষ্ণচূড়া ফুলের অপরূপ সৌন্দর্যে অনেকেই হারিয়ে যাচ্ছেন শৈশব-কৈশোরে। অনেকের কণ্ঠে শোনা যায় কাজী নজরুলের রচিত কবিতা-

কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জুরি কর্ণে আমি ভূবন ভুলাতে আসি গন্ধে ও বর্ণে।

কৃষ্ণচূড়া ফুলের অপরূপ সৌন্দর্য

কেউবা আবার রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা- গন্ধে উদাস হওয়ার মতো উড়ে তোমার উত্তরী কর্ণে তোমার

কৃষ্ণচূড়া মঞ্জুরি...

এ সম্পর্কিত আরও খবর