ময়মনসিংহে ৯ তরমুজ ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ) | 2023-08-26 13:49:47

ময়মনসিংহে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে তরমুজ বিক্রি, রশিদ সংরক্ষণ না করা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯ জন তরমুজ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দপুরে নগরীর পৃথক পৃথক স্থানে এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।


জানা যায়, ব্যবসায়ীরা পিস হিসাবে তরমুজ ক্রয় করে কেজিতে অধিক দামে বিক্রি করছিল। ভোক্তাদের কাছ থেকে অভিযোগ পেয়ে  দুপুরে নগরীর নতুন বাজার, স্টেশন রোড, চরপাড়া  মোড় এলাকায় বাজার পরিদর্শন করে  অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নতুন বাজার ও স্টেশন রোড এলাকায়  যথাযথভাবে বিক্রি না করা ও ক্রয়-বিক্রয়ের মূল্য তালিকা দেখাতে না পারায় ছয় ব্যবসায়ীকে তিন হাজার ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম।

অন্যদিকে নগরীর চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিক্রয়মূল্যে অসঙ্গতির কারণে এবং যথাযথভাবে বিক্রি না করায় তিন ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে আমাদের এই ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর