আকাশপথে চলাচলে চলমান বিধিনিষেধ আরও বাড়িয়েছে সরকার। ৫ মে পর্যন্ত আন্তর্জাতিক পথগুলোতে বিমান চলাচল বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আন্তর্জাতিক ফ্লাইটের ওপর আরোপ করা বিধিনিষেধ ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে, প্রবাসী কর্মীদের কথা বিবেচনা করে আগের মতোই শুধু সাতটি দেশে বিশেষ ব্যবস্থায় ফ্লাইট চলবে।