কুমিল্লায় বাড়ছে রোটাভাইরাসে আক্রান্ত শিশুর সংখ্যা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-08-31 02:59:59

কুমিল্লায় প্রতিদিনই বাড়ছে রোটাভাইরাসে আক্রান্ত শিশুর সংখ্যা। জেলার চৌদ্দগ্রাম উপজেলায় এই ভাইরাসের প্রাদুর্ভাব বেশি বৃদ্ধি পেয়েছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে। রোটাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন অন্তত ২০ জন শিশু ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন বলে জানা গেছে।

এ অবস্থায় চিকিৎসকরা জানিয়েছেন, সরকারিভাবে এই ভাইরাসের টিকা প্রয়োগ করা হচ্ছে না। যার কারণে দিন দিন শিশুরা এই ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, রোটাভাইরাস আক্রান্ত শিশুদেরকে প্রতিদিন হাসপাতালে ভিড় করছেন অভিভাবকরা। চিকিৎসকরা অনেক শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। আর যাদের শারীরিক অবস্থা বেশি খারাপ হচ্ছে তাদেরকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিভাবকরা শিশুদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছেন। প্রতিদিন গড়ে ২০ জন শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.হাসিবুর রহমান জানান, এই ভাইরাসের কারণে অধিকাংশ শিশু ডায়েরিয়া, বমি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। আমরা হাসপাতালে আসা শিশুদের সেবা দিয়ে যাচ্ছি। যারা বেশি অসুস্থ তাদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, সরকারিভাবে রোটাভাইরাসের টিকা প্রয়োগ করা যাচ্ছে না। বাইরে থেকে সংগ্রহ করা প্রতিটি টিকার দাম পড়ে ২ হাজার ২শ টাকা। ফলে অনেক অসহায় রোগীরা এ টিকা কিনতে পারছেন না। তবে সরকারিভাবে রোটাভাইরাসের টিকা প্রয়োগ করা শুরু হলে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমে যাবে।

এ সম্পর্কিত আরও খবর