বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। তবে নমুনা পরীক্ষা কমার কারণে কমেছে শনাক্তের হার।
২৪ ঘন্টায় বগুড়ায় ৬৮ নমুনা পরীক্ষা করে ১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ৩৬ জন।
শনিবার (১ মে) দুপুরে এতথ্য জানিয়েছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হওয়ায় বগুড়াতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯৫ জন। মোট আক্রান্ত হয়েছে ১১ হাজার ৮৫৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৬৬৮ জন।এখন চিকিৎসাধীন রয়েছেন ৮৯১ জন।