খুলনায় বৃ‌ষ্টি কামনায় দোয়া-মোনাজাত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা | 2023-09-01 15:16:30

বৈশাখ মাস, বৃষ্টি নেই। প্রখর তাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তাই খুলনায় কল‌্যাণকর বৃষ্টির কামনায় দোয়া ও মোনাজাত করেছেন মুস‌ল্লিরা।

রোববার (০২ মে) বাদ আসর খুলনার ময়লাপোতা মোড়স্থ বায়তুল আমান জামে মস‌জিদে বিশেষ এ মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতে শত শত মুসল্লি অংশগ্রহণ করে দোয়া ও আল্লাহর নিকট বৃষ্টিবর্ষণের প্রার্থনা করেন। এছাড়া খুলনা নগরীর প্রায় সকল মস‌জিদেই বৃ‌ষ্টি কামনায় দোয়া করা হয়েছে।

মোনাজাতে অংশ নেওয়া মুস‌ল্লিরা জানায়, বৃষ্টির অভাবে জনজীবন অতিষ্ঠ, খাল-বিল ও নদী-নালা শুকিয়ে চৌচির হয়ে গেছে। নলকুপ থেকে উঠছে না পানি। দেখা দিয়েছে খাবার পানির সংকট। পানির অভাবে চাষাবাদ কাজেও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ক্ষতিগ্রস্থ হচ্ছে মাঠের ফসল। সে জন্য অ‌ামরা নামাজ শেষে আল্লাহর কাছে দুই হাত তুলে বৃষ্টির জন্য দোয়া করলাম। অ‌াল্লাহর রহমতের বৃ‌ষ্টিতে দিলে জনজীবনে শা‌ন্তি নে‌মে অ‌াসবে। সবাই রহমতের বৃ‌ষ্টির জন‌্য অপেক্ষা অ‌াছে।

উল্লেখ‌্য, খুলনায় এ বছর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ‌টি গত ৭ বছরের মধ্যে খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা।

এ সম্পর্কিত আরও খবর