খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 20:11:12

সিসিইউতে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারিরীক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিছেন তার ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেন।

সোমবার (৩ মে) রাত পৌনে ৮টার দিকে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এর আগে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বিকাল ৪ টার দিকে বেগম খালেদা জিয়াকে সিসিইউতে ভর্তি করা হয়।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, সকালে ম্যাডাম কিছুটা শ্বাসকষ্ট অনুভব করছিলেন। বিকালে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। খালেদা জিয়ার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সেগুলো রিপোর্ট পর্যালোচনার পর বিস্তারিত জানা যাবে। তার অবস্থা এখন একটু ভালো মনে হচ্ছে।

শ্বাসকষ্টের কারণ জানতে চাইলে তিনি বলেন, একজন রোগীর যেকোন সময় যেকোন মুহূর্তে শ্বাসকষ্ট হতে পারে। তবে ঠিক কী কারণে হয়েছে সেটি জানার জন্য পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরীক্ষার ফল হাতে পেলে এ সম্পর্কে বিস্তারিত বলা যাবে।

ডা. জাহিদ বলেন, সিসিইউতে যেহেতু আছে বলা যায় স্বাভাবিক শ্বাসকষ্ট। আমি নিজেও উনার সাথে সিসিইউতে দেখা করে কথা বলেছি, উনি কেমন অনুভব করছেন জানতে চেয়েছি। এখন পর্যন্ত আমরা বলতে পারি স্থিতিশীল।

গত ১০ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ফিরোজায় তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। ১৪ দিন অতিক্রান্ত হওয়ার পর দ্বিতীয়বারের মতো খালেদা জিয়ার করোনা টেস্ট হলেও ফলাফল পজিটিভ আসে। এরপর ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে খালেদা জিয়ার চিকিৎসার জন্য অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

এ সম্পর্কিত আরও খবর