বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-03 12:31:53

জাতীয় হেল্প ডেস্ক ৩৩৩ নম্বরে তথ্য  দেওয়ার পর নেত্রকোনায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে শাহিদা আক্তার শামীমা (১৬) নামে এক স্কুলছাত্রী। 

জেলা প্রশাসকের নির্দেশে শুক্রবার (৫ অক্টোবর) দুপুরে বারহাট্টা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও)  ফরিদা ইয়াসমিন ঘটনাস্থলে গিয়ে বিয়েটি বন্ধ করে দেন। বিয়ে বন্ধের সময় বারহাট্টা থানার অফিসার ইনচার্জও উপস্থিত ছিলেন।

স্কুলছাত্রী শামিমা উপজেলার ছালিপুরা গ্রামের গ্রামপুলিশ আব্দুল খালেকের মেয়ে ও ছালিপুরা  উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

ইউএনও ফরিদা ইয়াসমিন বিয়ে বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার জুয়েল মিয়ার সঙ্গে শাহিদার বিয়ে ঠিক হয়েছিল। খবর পেয়ে বিয়ে পড়ানোর আগেই ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হই। তবে বিষয়টি টেরে পেয়ে বরসহ তার সঙ্গে আসা লোকজন পালিয়ে যায়।

এ সম্পর্কিত আরও খবর