প্রযুক্তি প্রতারকদের খপ্পরে রাঙামাটির ডিসি!

, জাতীয়

আলমগীর মানিক, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি | 2023-08-29 19:14:08

প্রযুক্তি প্রতারকদের মাধ্যমে আবারো মোবাইল নাম্বার ক্লোনিংয়ের শিকার হলেন রাঙামাটির জেলা প্রশাসক। সোমবার জেলা প্রশাসকের ব্যবহৃত সরকারি মোবাইল ফোনের টেলিটক নাম্বার ক্লোন করে বেশ কয়েকজন উপজেলা চেয়ারম্যানের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছে একটি চক্র।

পরবর্তীতে কয়েকজন চেয়ারম্যান ব্যক্তিগতভাবে জেলা প্রশাসক মো. মিজানুর রহমানকে বিষয়টি অবহিত করলে ফোন নাম্বার ক্লোনিংয়ের শিকার হওয়ার ব্যাপারটি উঠে আসে।

জেলা প্রশাসক মিজানুর রহমান প্রতিবেদককে জানিয়েছেন, রাঙামাটির সদর উপজেলা, কাউখালী, বিলাইছড়ি, জুড়াছড়িসহ কয়েকটি উপজেলা পরিষদের চেয়ারম্যানদের কাছে আমার ব্যবহৃত সরকারি মুঠোফোন নাম্বার ০১৫৫০৬০১৪০১ থেকে ফোন করে প্রতিজনের কাছ থেকে দুই লাখ টাকা করে চাওয়া হয়। সদর উপজেলার চেয়ারম্যান বিষয়টি আমাকে অবহিত করলে আমি বিস্মিত হই এবং সাথে সাথেই এটি প্রতারকদের কাজ বলে সকলকে অবহিত করা হয়।

জেলা প্রশাসক জানান, ইতিমধ্যেই রাঙামাটির পুলিশ সুপারকে বিষয়টি অবহত করে একটি লিখিত অভিযোগও দেওয়া হয়। এছাড়াও প্রতারকদের চিহ্নিত করতে প্রযুক্তিগত সকল ধরনের কার্যক্রম চলমান আছে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক মিজানুর রহমান।

এদিকে ২০১৮ সালের ২১ জুন রাঙামাটির তৎকালীন জেলা প্রশাসক মানুনুর রশিদ এর দায়িত্বকালীন সময়েও একই কায়দায় প্রতারকচক্র সরকারী নাম্বার ক্লোনিং করে বিভিন্ন জনের নিকট চাঁদা দাবি করেছিলো। সেসময় জেলা প্রশাসক তার ডিসি রাঙামাটি ফেসবুক আইডিতে স্ট্যাটাসের মাধ্যমে এই ধরনের কার্যক্রমের সাথে কোনোভাবেই সম্পৃক্ত না হওয়ার পাশাপাশি প্রতারকদের বিরুদ্ধে কোনো তথ্য পেলে সাথে সাথে জেলা প্রশাসনকে অবহিত করার আহবান জানিয়েছিলেন।

গতকাল সোমবারও একইভাবে সীম ক্লোনিং করে প্রতারক চক্রটি চাঁদা দাবি করছে। বিষয়টি অবহিত হওয়ার পরপরই Rangamati Hill District Administration ফেসবুক আইডি থেকে এই ধরনের ফাঁদে পা নাদিতে সংশ্লিষ্ট্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে রাঙামাটি জেলাপ্রশাসন কর্তৃপক্ষ।

উক্ত আইডির টাইমলাইনে উল্লেখ করা হয়, জেলা প্রশাসক, রাঙ্গামাটি পার্বত্য জেলার দাপ্তরিক মোবাইল নম্বর ০১৫৫০৬০১৪০১ ক্লোন করে বিভিন্ন সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কাছে টাকা চাওয়া হচ্ছে। প্রযুক্তির উৎকর্ষতার এযুগে দুষ্কৃতকারীদের হাতে প্রায়শই কল স্ফুফিং- এর শিকার হয়ে সাধারণ মানুষ প্রতারিত হয়।

রাঙ্গামাটির সকল সাধারণ জনগণ, জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের এ বিষয়ে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানাচ্ছি। দুষ্কৃতিকারিগণ দুটি বিকাশ নম্বর ব্যবহার করছে যেগুলো হলো ০১৮৮২৩১৯০৭৯, ০১৭৫৫৭২৮৬৪০।

উল্লেখ্য, প্রতারক দাপ্তরিক নম্বর থেকে কল করে বলছে- `আমি আমার ব্যক্তিগত নম্বর থেকে কল করছি।’ প্রতারকের ব্যবহৃত মোবাইল নম্বর ০১৩২৩৭২২৭৪২। উল্লিখিত ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর