‘করমুক্ত’ থাকবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-27 01:04:25

সরকারি চাকরির কোটা সংস্কারের আন্দোলনের মধ্যে অর্থমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকদের ভ্যাটের আওতায় আনার কথা বললেও প্রধানমন্ত্রী বলেছেন, বেসরকারি বিশ্ববিদালয়ের সব ধরনের আয় থাকবে করমুক্ত। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্য নিয়ে মঙ্গলবার একনেক বৈঠকে আলোচনা হলে সেখানে প্রধানমন্ত্রীর ওই বক্তব্য আসে বলে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল জানান। একনেক বৈঠকের পর সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেন, “প্রধানমন্ত্রী ভেতরে বলেছেন, আপাতত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের কর আরোপ করা হবে না। শিক্ষার প্রসারে বেসরকারি বিশ্ববিদালয়ের সব ধরনের আয় করমুক্ত থাকবে।” ২০১৮-১৯ অর্থবছরের বাজেট নিয়ে গত সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকদের কাছ থেকেও ভ্যাট নেয়া হবে। তবে শিক্ষার্থীদের কাছ থেকে তারা (বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিক) ভ্যাট নেবেন কি নেবেন না- সেটা তিনি জানেন না বলে মন্তব্য করেন মুহিত। অর্থমন্ত্রীর ওই কথা মঙ্গলবার একনেক বৈঠকে উঠলে প্রধানমন্ত্রী বিষয়টি নাকচ করে দেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট আরোপ সংক্রান্ত অর্থমন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত, এটা সরকারের বক্তব্য নয়।” দুই বছর আগে স্কুলে এই ভ্যাট আরোপ করে সরকার। এরপর বেরসরকারি উচ্চ শিক্ষায়ও ভ্যাট আরোপ করা হলে ২০১৫ সালের সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আন্দোলনে নামে। তখন সরকার পিছু হটতে বাধ্য হয়। এদিকে ‘নো ভ্যাট অন এডুকেশন’ প্ল্যাটফর্মের উদ্যোক্তা স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আরিফ চৌধুরী শুভ, মুখপাত্র স্টেট ইউনিভার্সিটির ফারুক আহমাদ আরিফ এবং দুই সংগঠক এনায়েত উল্লাহ কৌশিক ও মেসবাহ উল হাসান এক বিবৃতিতে অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, “যদি সরকার সত্যি সত্যি শিক্ষাখাতে ভ্যাট কার্যকর করে, তাহলে সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দুর্বার অহিংস আন্দোলন গড়ে তোলার মাধ্যমে, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে ‘নো ভ্যাট অন এডুকেশন’ প্ল্যাটফর্ম তা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে।”

এ সম্পর্কিত আরও খবর