তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে কমিউনিটি ক্লিনিক

খুলনা, জাতীয়

শরিফুল ইসলাম, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 22:38:23

নড়াইলের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কার্যকরী ভূমিকা পালন করছে কমিউনিটি ক্লিনিকগুলো। জেলার ৯১টি কমিউনিটি ক্লিনিকে প্রতি মাসে প্রায় একলাখ মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে। এসব ক্লিনিকগুলোতে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ২৯ প্রকার ওষুধ দেয়া হচ্ছে।

সদর উপজেলার বনগ্রামের অনিতা বিশ্বাস ও শিপ্রা বিশ্বাস বলেন, ‘আগে আমাদের সামান্য জ্বর হলে হাতুড়ে ডাক্তার বা সদর হাসপাতালে যেতে হত সময় ও টাকা ব্যয় করে। কমিউনিটি ক্লিনিক থাকায় আমরা সহজেই সেখান থেকে চিকিৎসা সেবা ও ওষুধ পাচ্ছি।’

সাতঘরিয়া গ্রামের রিতা বিশ্বাস বলেন,‘আমরা আগে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে জানতাম না। তাই কোনো পদ্ধতি ব্যবহার করতাম না। কমিউনিটি ক্লিনিক থেকে আমরা জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে জেনে তা গ্রহণ করতে পারছি।’

মুলিয়া গ্রামের মিতা বিশ্বাস বলেন, ‘বাড়ির পাশে কমিউনিটি ক্লিনিক হওয়ায় আমরা যেকোনো প্রয়োজনে সেখান থেকে স্বাস্থ্যসেবা পাচ্ছি। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সৃষ্টিকর্তা শত বছর বাঁচিয়ে রাখুক।’

সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী সুজিত বিশ্বাস বার্তা২৪.কমকে বলেন, ‘কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও চিকিৎসা সেবা দেওয়া হয়। জ্বর, সর্দি, কাশি, কৃমি, পুষ্টি, মা ও শিশু স্বাস্থ্য, কিশোর-কিশোরী স্বাস্থ্য সেবাসহ বিভিন্ন ধরনের সংক্রামক রোগের চিকিৎসা, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি পালন করছে।’

মিতনা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী আনোয়ার হোসেন মন্টু জানান, প্রত্যন্ত গ্রামাঞ্চলে কমিউনিটি ক্লিনিক স্থাপন করার কারণে সুস্থ সবল শিশু জন্মগ্রহণ করছে। ফলে শিশু ও মাতৃ মৃত্যুর হার অনেক কমে এসেছে।

মাইজপাড়া ইউনিয়নের ডহরতারাশি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) ফরিদুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘রাষ্ট্রীয় মালিকানাধীন এসেনসিয়াল ড্রাগস লি. এ প্রস্তুতকৃত ২৯ প্রকার ওষুধ এবং পরিবার পরিকল্পনা সংশ্লিষ্ট তিন ধরনের সহ মোট ৩২ প্রকার ওষুধ সরবরাহ করা হয়ে থাকে। কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রতিদিন ৪০ থেকে ৪৫ জন রোগীকে স্বাস্থ্যসেবা দেয়া হয়।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে ৯১টি। প্রতিদিন একটি কমিউনিটি ক্লিনিকে কমপক্ষে ৪০ জন রোগীকে স্বাস্থ্য সেবা দেয়া হয়ে থাকে। এতে জেলার ৯১ ক্লিনিকে ৩ হাজার ৬৪০ জন রোগীকে প্রতিদিন চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। মাসে ৯৪ হাজার ৬৪০ জনকে চিকিৎসা সেবা দেয়া হয়।

সরকারের পক্ষ থেকে এমোক্সিসিলিন ২৫০, পেনিসিলিন, কট্রিম, প্যারাসিটামল, এন্টাসিড, মেট্রোনিডাজল, জিংক, নিয়োমাইসিন অয়নমেন্ট, জেনসন ভায়োলেন্ট, ভিটামিন বি কমপ্লেক্স, আয়রন ট্যাবলেট, খাবার স্যালাইনসহ ২৯ প্রকার ওষুধ বিতরণ করা হচ্ছে।

সিভিল সার্জন ডা. আসাদ-উজ-জামান মুন্সী বার্তা২৪.কমকে জানান, সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। এরই ধারাবাহিকতায় জেলায় ৯১টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তৃণমূলের প্রায় এক লাখ রোগী প্রতিমাসে স্বাস্থ্যসেবা পাচ্ছে। পাশাপাশি ২৯ প্রকার ওষুধ পাচ্ছে রোগীরা।

এ সম্পর্কিত আরও খবর