সোহরাওয়ার্দী উদ্যানে রেস্তোরাঁ নির্মাণ বন্ধের দাবি জাসদের

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 11:59:47

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কেটে রেস্তোরাঁ নির্মাণের পরিকল্পনা বন্ধ করার দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

বৃহস্পতিবার (৬ মে) দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে এ দাবি জানায়।

বিবৃতিতে তারা বলেন, সামরিক শাসক জিয়া জাতীয় গৌরবের ঐতিহাসিক স্মারকচিহ্ন মুছে ফেলতে সোহরাওয়ার্দী উদ্যানের অংশবিশেষে শিশুপার্ক স্থাপন করেছিলেন। পরবর্তী সময়ে একই অপচেষ্টার অংশ হিসেবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের জায়গা দখল করে শাহবাগ থানা স্থাপন করা হয়েছিল। জাতীয় গৌরবের স্মারকচিহ্ন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কোনো বিবেচনাতেই রেস্টুরেন্ট বা বাণিজ্যকেন্দ্র স্থাপন করা যাবে না।

বিবৃতিতে তারা আরও বলেন, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে রেস্টুরেন্ট বা বাণিজ্যকেন্দ্র স্থাপনের অপচেষ্টা চললে জনগণকে সঙ্গে নিয়ে আমরা প্রতিহত করবো।

এ সম্পর্কিত আরও খবর