দুইজনের অসুস্থতা দেখে ভয়ে অন্যরাও...

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 21:10:02

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের ষষ্ঠ দিনে রংপুরের গঙ্গাচড়া উপজেলাতে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে স্কুল পড়ুয়া ১০ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। এদের মধ্যে ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ অক্টোবর) দুপুরে গঙ্গাচড়ার মহিপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

সিভিল সার্জন ও স্থানীয়রা জানায়, ২১তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ (১-৭ অক্টোবর) উপলক্ষে শনিবার দুপুরে মহিপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। ট্যাবলেট খেয়ে ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় ৬ জনকে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের মধ্যে ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া আজমিরা, জুলেখা ও সুমনার নাম পাওয়া গেছে। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গওছুল আজম জানান, কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর পর অসুস্থ হয়ে পড়া ছয় জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা শঙ্কামুক্ত।

রংপুর সিভিল সার্জন ডা. আবু মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান, দুই শিক্ষার্থী খালি পেটে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়। পরে তাদের দেখে ভয়ে অন্যরাও অসুস্থ হয়ে যায়। হাসপাতালে ৬ জন ভর্তি হলেও বর্তমানে সকলেই শঙ্কামুক্ত।

এ সম্পর্কিত আরও খবর