দেশের নতুন পর্যটন শহর হবে সোনাদিয়া: পবন চৌধুরী

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 02:54:04

বাংলাদেশের নতুন পর্যটন শহর হবে কক্সবাজারের মহেশখালী সোনাদিয়া দ্বীপ। এ লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।

শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজারে আয়োজিত ‘উন্নয়ন মেলা’র অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।

পবন চৌধুরী বলেন, বর্তমানে কক্সবাজারের অনেক পরিবর্তন এসেছে। সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে কক্সবাজারের পর্যটন খ্যাতে। টেকনাফের সাবরাং ট্যুরিজম পার্ক, জ্বালীয়ার দ্বীপসহ বেশ কয়েকটি এলাকায় বেজার কাজ চলছে। এসব প্রকল্প পুরোপুরি বাস্তবায়ন হলে বদলে যাবে দেশের পর্যটন খ্যাত।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতিতে বড় ধরণের পরিবর্তন এনেছে পর্যটন শিল্প। তাই বাংলাদেশ সরকার পর্যটনের উন্নয়নে কাজ করছে। এ উন্নয়ন অব্যাহত থাকলে অর্থনীতির বেশিরভাগই পর্যটন শিল্পের দখলে থাকবে।

কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান খাঁন বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর