বই, গিফট ও ইফতার নিয়ে এতিমদের সাথে একদিন

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 08:27:37

কিশোরগঞ্জ জেলা শহরের দক্ষিণ পাশে নগুয়া-বত্রিশ এলাকায় বসবাস করে শতাধিক এতিম বালিকা। নূরুল উলুম মহিলা মাদ্রাসা ও এতিম খানার এইসব এতিমদের সাথে বই, গিফট ও ইফতার নিয়ে কাটলো একটি আনন্দময় দিন। শনিবার (৮ মে) মোতাবেক পঁচিশ রমজান ছিল তেমনই একটি অনন্য দিন।

মাদ্রাসায় ইফতার ও খাবারের ব্যবস্থার আগে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় উপহার সামগ্রীর গিফট প্যাক। আরও দেওয়া হয় ড. মাহফুজ পারভেজ রচিত 'কোরআন-হাদিসের আলোকে মানবজীবনে রমজান' গ্রন্থটি, যার ব্যবস্থাপনায় ছিল মাজহারুন-নূর ফাউন্ডেশন এবং শাহ মাহতাব আলী ফাউন্ডেশন।

উল্লেখ্য, মাজহারুন-নূর ফাউন্ডেশন এবং শাহ মাহতাব আলী ফাউন্ডেশন বইয়ের সাথে রমজান বরণের কর্মসূচিতে মাসব্যাপী গ্রন্থ উপহারের ব্যবস্থা করে। এর আগে বইয়ের সাথে নতুন বছর, ভাষা ও স্বাধীনতার মাস উদযাপন করা হয়, যার মিডিয়া পার্টনার জনপ্রিয় নিউজ পোর্টাল কিশোরগঞ্জ নিউজ।

বই, গিফট ও ইফতার নিয়ে এতিমদের সাথে একদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নূরুল উলুম মহিলা মাদ্রাসা ও এতিম খানার সুপারিন্টেন্ড রোকেয়া বেগম, জেলা আওয়ামী লীগনেত্রী বিলকিছ বেগম, নারীনেত্রী তাহমিনা আক্তার বিউটি এবং শিক্ষক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব লুৎফুন্নেছা চিনু।

এ সম্পর্কিত আরও খবর