বগুড়ায় বাস আটকের প্রতিবাদে মহাসড়কে এক ঘণ্টা অবরোধ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, বগুড়া | 2023-08-17 01:43:45

বিধি নিষেধ অমান্য করে চলাচলকারী বাস আটকের প্রতিবাদে বগুড়ায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা। পরে পুলিশ ও জেলা প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হয়।

রোববার ( ৯ মে) সকাল ১০টায় বগুড়া-ঢাকা মহাসড়কে বগুড়া শহরতলীর বেতগাড়ি ২য় বাইপাসে অবরোধ করা হয়।

জানা গেছে, সরকারি বিধি নিষেধ অনুযায়ী দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। কিন্তু সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে ঢাকা থেকে বিভিন্ন রুটের বাস যাত্রী নিয়ে উত্তরবঙ্গে যাতায়াত করছে। রোববার সকালে পুলিশ বেতগাড়ি ২য় বাইপাসে চেকপোস্ট বসিয়ে দূরপাল্লার অর্ধ শতাধিক বাস আটক করে।

এর প্রতিবাদে বাসের চালকরা মহাসড়কে আড়াআড়ি করে বাস রেখে অবরোধের সৃষ্টি করে। ফলে মহাসড়কের উভয় পার্শ্বে কয়েক কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে অবরোধকারীদের সাথে আলোচনা করে অবরোধ তুলে নেয়া হয়। তবে আটক বাসগুলো ছেড়ে দেয়া হয়নি।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ বার্তা২৪.কমকে বলেন, ৫১টি বাস আটক করা হয়েছে। এর মধ্যে অধিকাংশ বাস উত্তরবঙ্গে যাত্রী নামিয়ে ঢাকার দিকে ফিরছিল। বাস গুলো ছেড়ে দেয়ার ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত হয়নি।

এ সম্পর্কিত আরও খবর