হাতীবান্ধায় মা ও শিশুর মৃত্যু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট | 2023-09-01 13:23:39

লালমনিরহাটের হাতীবান্ধায় মা দিবসে জাহানারা বেগম নামের এক প্রসূতি নারী ও নবজাতকের মৃত্যু হয়েছে।

রোববার (৯ মে) বিকেলে উপজেলার সিংগীমারী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এই মা ও শিশুর মৃত্যু হয়। জাহানারা বেগম উপজেরার টংভাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা খলিলের স্ত্রী ও সিন্দুর্না ইউনিয়নের জালালের মেয়ে। তার শারমিন ও শাহানা নামে ২টি মেয়ে আছে।

জাহানারা বেগমের স্বামী খলিল বলেন, আমার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে উপজেলার সিংগীমারী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রে নিয়ে যাই। শুরু থেকেই সেখানেই চিকিৎসা নেওয়া হচ্ছিলো। সেখানের নেওয়ার পর দায়িত্বরত সেবিকারা তাকে ভিতরে নিয়ে যায়। এরপর বাচ্চা প্রসব করে, কিন্তু মৃত। পরে তারা আমার স্ত্রীকে দ্রুত হাসপাতালে নিতে বলে। আমরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রের দায়িত্বরত সিএসবিএ কাঞ্চনা রানী বলেন, বাচ্চা প্রসবের আগেই মারা গেছে। প্রসবের পর মাকে দ্রুত হাসপাতালে নিতে বলা হয়। তখন তারা ওনাকে ভ্যানে করে এখান থেকে নিয়ে যায়।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রসূতিকে স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিলো। তবে নিয়ে আসার আগেই মারা যান তিনি।

এ সম্পর্কিত আরও খবর