অক্সিজেন নিয়ে আপাতত কোনো সঙ্কট নেই

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-22 07:23:27

আপাতত অক্সিজেনের কোনো সঙ্কট নেই বলে জানিয়েছেন ​স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

রোববার (৯ মে) অধিদফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, অক্সিজেন নিয়ে আপাতত কোনো সঙ্কট নেই। আগামী দিনগুলোতেও সঙ্কটের কারণ দেখি না। বর্তমানে যে পরিমাণ অক্সিজেনের চাহিদা রয়েছে তার চেয়ে আড়াই থেকে তিনগুণ অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রয়েছে।

তিনি বলেন, বিদেশ থেকে অক্সিজেন জেনারেটর আনার উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালগুলোতে হাইফ্লো নেজাল ক্যানুলা ও অক্সিজেন কনসেনট্রেটর পর্যাপ্ত সংখ্যক সরবরাহ করা হয়েছে। অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা এখন ২০ হাজারের বেশি রয়েছে। করোনা নমুনা শনাক্তে ল্যাবরেটরির সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪৪৩টি করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের সব পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের ফলে হাসপাতালে চিকিৎসাসেবার উন্নতি সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, ভারতীয় যে ভ্যারিয়েন্টটি এসেছে সেটিকে সতর্কতার সাথে দেখা উচিত। এর প্রতি আমাদের বিশেষ মনোযোগ আছে। দেশবাসী ভয় না পেয়ে এ পরিস্থিতি সাহসের সঙ্গে মোকাবিলা করতে পারলে বর্তমানে করোনা সংক্রমণের যে স্থিতি অবস্থা রয়েছে তা ধরে রাখা সম্ভব হবে।

এ সম্পর্কিত আরও খবর