চীনের টিকা বাংলাদেশের পথে

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 01:32:40

করোনা নিয়ন্ত্রণে চীনের সিনোফার্ম উৎপাদিত টিকা বাংলাদেশ আসতে প্রস্তুত হয়ে গেছে। ৫ লাখ উপহারের টিকা ১২ মে বাংলাদেশ উড়োজাহাজ পাঠিয়ে নিয়ে আসবে।

সোমবার (১০ মার্চ) ঢাকাস্থ চীনের দূতাবাস এ তথ্য জানিয়েছে।

সন্ধ্যায় এক বার্তায় দূতাবাস জানিয়েছে, সিনোফার্মের টিকা এখন বাংলাদেশের পথে।

সিনোফার্ম কোম্পানি উপহার পাঠানোর জন্য ৫ লাখ টিকার প্যাকেজিং করা শেষ করেছে। এ টিকাগুলো বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে পথে যাত্রা করেছে। এই টিকা এমন ট্রাকে বহন করা হচ্ছে যাতে টিকাগুলো ঠান্ডা রাখা যায়।

 টিকা এমন ট্রাকে বহন করা হচ্ছে যাতে টিকাগুলো ঠান্ডা রাখা যায়

এদিকে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং সোমবার (১০ মে) একটি ভার্চুয়াল সংলাপে জানিয়েছেন, ডাব্লিউএইচও চীনা টিকাকে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ সরকারও চীনা টিকাকে স্বীকৃতি দিয়েছে এটি একটি দূরদর্শী সিদ্ধান্ত। এটি চীন ও বাংলাদেশের কোভিড-১৯ নিয়ে সহযোগিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি বলেন, চীন ২০০ মিলিয়ন টিকা বিশ্বের ৮০ দেশে বিতরণ করেছে। এতেই প্রমাণিত হয় বিশ্বে টিকা প্রদানে চীন নেতৃত্ব দিচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর