বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের একাদশ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 00:57:33

বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের একাদশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। গত ৮ মে আয়োজিত এক ভার্চুয়ালি আয়োজিত এক আলোচনা সভায় এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন- দিগার মো. কৌশিক, বিশিষ্ট মূকাভিনেতা ও মাইম আইকন কাজী মশহুরুল হুদা,  নাট্য গবেষক ও নাট্যকার ড. বাবুল বিশ্বাস, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক অভিনেতা ও নাট্যকার  জাহিদ রিপন, বিশিষ্ট মূকাভিনেতা রিজওয়ান রাজন, মূকাভিনয় ফেডারেশনের সভাপতি ড. ইস্রাফিল আহমেদ রঙ্গন এবং সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিজওয়ান রাজন। তিনি বাংলাদেশ, উপমহাদেশ ও বিশ্বের মূকাভিনয় চর্চার নানা দিক তুলে ধরেন।  

উন্মুক্ত এই আলোচনায় আরও অংশগ্রহণ করেন- শ্রুতি সাংস্কৃতিক একাডেমী নারায়নগঞ্জ, মিরর মাইম থিয়েটার, মনন মাইম থিয়েটার, গোল্লাছুট নাট্যদল, নাট্যভূমি, মুক্তমঞ্চ নির্বাক দল গাজীপুর, প্যান্টোমাইম মুভমেন্ট, মাইম ফেইস, বাংলাদেশ মাইম থিয়েটার, স্বপ্নদল, ঢাকা ইউনিভার্সিটি মাইম একশন, দ্যা ম্যামার, রঙ্গন মাইম একাডেমী, সাইলেন্ট থিয়েটারসহ সারাদেশের বিভিন্ন নাট্যদলের প্রতিনিধিরা।

 

এ সম্পর্কিত আরও খবর