চীনের উপহারের ৫ লাখ ডোজ টিকা এলো ঢাকায়

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 04:34:56

ঢাকায় পৌঁছেছে চীনের দেয়া উপহারের ৫ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা।

বুধবার (১২ মে) সকালে সিনোফার্মের দেয়া টিকা ও এডি সিরিঞ্জ বহনকারী বিমান বাহিনীর বিশেষ ফ্লাইট- সি-১৩০ জে- কুমিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি বঙ্গবন্ধুতে অবতরণ করেন। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহ উজ্জামান সেরনিয়াবাতসহ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা গ্রহণ করেন।

দুপুরে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তর করা হবে।

করোনা নিয়ন্ত্রণে চীনের সিনোফার্ম উৎপাদিত টিকা ঢাকায় আনতে বিমান বাহিনীর উড়োজাহাজ মঙ্গলবার (১১ মে) বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, চীন থেকে প্রাথমিকভাবে ৪ থেকে ৫ কোটি ডোজ টিকা কিনতে চায় সরকার।

এদিকে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং জানিয়েছেন, ডাব্লিউএইচও চীনা টিকাকে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ সরকারও চীনা টিকাকে স্বীকৃতি দিয়েছে এটি একটি দূরদর্শী সিদ্ধান্ত।

এ সম্পর্কিত আরও খবর