ঈদের পরে করোনার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত স্বাস্থ্য অধিদফতর

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 03:36:57

সারাদেশে এখন করোনায় আক্রান্ত শনাক্তের হার শতকরা ৮.৬৭ ভাগ। স্বাস্থ্যবিধি মেনে চললে এই সংখ্যা আর বাড়বে না বলে আশাবাদ ব্যক্ত করেছে স্বাস্থ্য অধিদফতর। তবে ঈদে ঘরমুখো মানুষের স্বাস্থ্যবিধি ভেঙে চলাচলকে আগামীর চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

বুধবার (১২ মে) দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এই তথ্য জানিয়ে বলা হয়, বেশ কিছু দিন থেকে ঈদে ঘরমুখো মানুষের বিশৃঙ্খল যাতায়াত পুরো দেশের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। স্বাস্থ্যবিধি না মেনে এভাবে ভ্রমণ করার কারণে বড় ধরনের ঝুঁকিতে পড়তে হতে পারে। তবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।

এবিষয়ে গণমাধ্যমের সহযোগিতা চেয়ে বুলেটিনে আরও বলা হয়, মানুষের বিহেভিয়ার চেঞ্জ যে কমিউনিকেশন বা রিচ কমিউনিকেশন যেভাবেই বলা হোক বা কেন? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক বার্তাটি মানুষের কাছে পৌঁছে দিতে পারলে এর সুফল পাওয়া যাবে।

উল্লেখ্য, গত এক বছরেরও বেশি সময়ে সারা বিশ্বে করোনায় সংক্রমিত হয়েছে ১৫ কোটি ৭৯ লাখের বেশি মানুষ। এছাড়া এই রোগে আক্রান্ত হয়ে ৩২ লাখ ৮৮ হাজারের অধিক মানুয় মৃত্যুবরণ করেছে।

এ সম্পর্কিত আরও খবর