ভলকানাইজিংয়ের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

রাজশাহী, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 00:55:54

বগুড়ার শাজাহানপুরে ভলকানাইজিংয়ের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ফরিদ উদ্দিন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

রোববার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে জাকারিয়া স্টোর নামের ভলকানাইজিংয়ের দোকানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত ফরিদ উদ্দিন শাজাহানপুর উপজেলার সোনাইদীঘি গ্রামের মোবারক আলীর ছেলে। আহতদের মধ্যে নাজমুল হক নামের একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজন আবু জাকারিয়া মো. খাইরুল ইসলাম আহত অবস্থায় আত্মগোপন করেছেন।

স্থানীয়রা জানান, আজ বেলা ১১টার দিকে খাইরুল ইসলাম তার দোকানে ভলকানাইজিংয়ের সিলিন্ডারে হাওয়া ভরছিলেন। এমন সময় বিকট শব্দে সিলিন্ডারটি দ্বিখণ্ডিত হয়ে বিস্ফোরিত হয়ে একটি অংশ মহাসড়কের পশ্চিম পাশে ব্যাটারি চালিত অটোরিকশার সামনে গিয়ে পড়ে এবং অপর অংশ আড়াইশ গজ দূরে একটি পুকুর পাড়ে পড়ে। এ সময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে অটোরিকশার চালক ফরিদ উদ্দিন এবং মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা নাজমুল নামের আরেকজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফরিদ উদ্দিন দুপুর ১২টায় মারা যায়। দুর্ঘটনার পরপরই দোকান মালিক খায়রুল ইসলাম আহত অবস্থায় আত্মগোপন করে।

ঘটনাস্থল পরিদর্শনকারী শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রুম্মান হোসেন জানান, দোকান মালিকের সন্ধান এখনো পাওয়া যায়নি। নিহতের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

এ সম্পর্কিত আরও খবর