কোয়াড ইস্যুতে চীনা রাষ্ট্রদূতের সুর বদল

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 07:44:49

যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের সমন্বয়ে গঠিত জোট কোয়াডে বাংলাদেশের যোগ দেওয়ার ইস্যুতে নিজের অবস্থান বদলে বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

বুধবার (১২ মে) দুপুরে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের কাছে তিনি নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন। চীন থেকে আসা পাঁচ লাখ টিকা হস্তান্তর অনুষ্ঠান শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্র সচিব ছাড়াও মহাপরিচালক খন্দকার মোহাম্মাদ তালহা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসেন চীনা রাষ্ট্রদূত।

ওই বৈঠকে তিনি বিষয়টিকে ইংলিশ ভাষার দুর্বলতা ও ‘আউট অফ কনটেক্সট’ বলে অভিহিত করেন। তিনি জানান, কোয়াড নিয়ে যা বলেছেন, সেটা তিনি ‘মিন’ করেননি। এভাবে বিষয়টি বলতে চাননি।

কূটনৈতিক একটি সূত্র এতথ্য নিশ্চিত করেছে।

এরআগে গত সোমবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, কোয়াডে বাংলাদেশের যুক্ত হওয়া ঠিক হবে না। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই জোট কোয়াডকে চীনবিরোধী একটি ছোট গোষ্ঠী হিসেবে বিবেচনা করে বেইজিং। তাই চীন মনে করে, এতে যেকোনোভাবে বাংলাদেশের অংশগ্রহণ ঢাকা-বেইজিং সম্পর্ককে ‘যথেষ্ট খারাপ’ করবে।

পরে ওই বক্তব্যের সমালোচনা করে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, কোয়াড নিয়ে চীন আগ বাড়িয়ে কথা বলেছে। কোয়াড নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়া বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম দেশ হিসেবে সিদ্ধান্ত নেবে।

এ সম্পর্কিত আরও খবর