গৌরীপুরে ঈদুল ফিতর উদযাপন

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ) | 2023-09-01 03:01:00

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাহাদুরপুর সুরেশ্বর দরবার শরীফে বৃহস্পতিবার (১৩ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপন হয়েছে।

সকাল সাড়ে ৯টায় স্বাস্থ্যবিধি মেনে সুরেশ্বর দরবার শরীফে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের জামাতে ইমামতি করেন হযরত মাওলানা মো. জয়নাল আবেদিন। জামাত শেষে করোনা সংক্রমণ থেকে মুক্তি, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে দোআ অনুষ্ঠিত হয়।

সুরেশ্বর দরবার শরীফের গদিনশীন সৈয়দ শাহ্ নূরে আফতাব (বাবা পারভেজ নূরী) জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদের হিসেব অনুযায়ী সুরেশ্বর দরবার শরীফে ঈদ উদযাপন করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে দরবার শরীফের ঈদের জামাতে উপস্থিতি কম রাখতে দূর-দূরান্তের ভক্ত ও অনুসারীদের অংশগ্রহণ করতে নিরুৎসাহিত করা হয়েছে।

প্রসঙ্গত, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে সুরেশ্বর দরবার শরীফ অবস্থিত। এখানকার অনুসারী ও ভক্তরা প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের একদিন আগে রোযা রাখে এবং সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আযহা উদযাপন করে।

এ সম্পর্কিত আরও খবর