‘ভারতের সঙ্গে সমস্যা নিরসনে কোনো সরকারই পদক্ষেপ নেইনি’

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 15:53:47

ভারতের সঙ্গে সমস্যা নিরসনে কোনো সরকারই পদক্ষেপ নেইনি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক ভিপি নুরুল হক নুর।

রোববার (১৬ মে) ‘ফারাক্কা দিবস’ (মজলুম জননেতা মওলানা ভাসানীর ফারাক্কা অভিমুখে লং মার্চ) উপলক্ষে ভার্চুয়াল নাগরিক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

নূরুল হক নুর বলেন, ভাসানীর মতো একজন মজলুম জননেতা আজ বাংলাদেশের প্রেক্ষাপটে দরকার। ভারত আমাদের বন্ধু হলেও তাদের আচরণ বন্ধু সুলভ নয়। ভারতের কারণে আমাদের পরিবেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দক্ষিণাঞ্চলের পানি লবণাক্ত হয়ে পড়েছে।

তিনি বলেন, কোন সরকারই ভারতের সাথে সমস্যা নিরসনে পদক্ষেপ নেয়নি। আপনারা সবাই জানেন উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হচ্ছে। এমন কি সুন্দরবনের পাশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে পরিবেশ নষ্ট করা হচ্ছে।

ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য জাহাঙ্গীর আলম মিন্টুর পরিচালনায় ভার্চুয়ালি আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী, আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সভাপতি ড. জসিম উদ্দিন আহমেদ, জাতিসংঘের সাবেক পানি বিশেষজ্ঞ ড. এস আই খান, জাতিসংঘের সাবেক অর্থনৈতিক পরিচালক ও অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন ও সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনিসুজ্জামান চৌধুরী, ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য আলী ইমাম (নিউয়র্ক), রিটা রহমান (নিউয়র্ক), নিউনেশন পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র চিন্তার এডভোকেট হাসনাত কাইয়ূম প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর