সরকারি খরচে মিতব্যয়ী থাকার নির্দেশ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 04:19:16

করোনাকালে সরকারি কেনাকাটায় মিতব্যয়ী হওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। একইসঙ্গে ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৭ মে) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

পরিপত্রে বলা হয়, দেশের চলমান করোনা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যখাত, সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক ব্যবস্থাপনাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সে প্রেক্ষিতে সব মন্ত্রণালয়-বিভাগকে তাদের প্রয়োজনীয় কেনাকাটার বিষয়ে আরও মিতব্যয়ী হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া সরকারি ক্রয়ের ক্ষেত্রে পিপিএ, পিপিআর যথাযথভাবে অনুসরণ ও ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর