সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে কুমিল্লায় মানববন্ধন

, জাতীয়

কুমিল্লা প্রতিনিধি, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-09-01 04:32:26

অনুসন্ধানী সাংবাদিক প্রথম আলোর জৈষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা সাজানো মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় মানবন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে সাংবাদিক সংগঠনগুলো।

বুধবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ের টাউনহলের সামনে প্রথমে মানববন্ধন করেন কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরাম। এরপর মানববন্ধন করেন ফটো সাংবাদিক ফোরাম। বাংলাদেশ যুব অধিকার পরিষদ ও কুমিল্লায় কর্মরত গণমাধ্যমকর্মীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে কুমিল্লার সর্বস্তরের গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, মুক্তিযোদ্ধা আবদুল মুমিন, কুমিল্লা প্রেসক্লাবের আহবায়ক নীতিশ সাহা, সাংবাদিক খায়রুল আহসান মানিক, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান, সাংবাদিক গাজীউল হক সোহাগ, গোলাম কিবরিয়া, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম, সাংবাদিক আশোক বড়ুয়া, ওমর ফারুকী তাপস, সাইয়্যিদ মাহমুদ পারভেজ, মহিউদ্দিন মোল্লা, কাজী এনাামুল হক ফারুক, মীর শাহ আলম, খালেদ সাইফুল্লাহ, আবু মুসা, রফিকুল ইসলাম চৌধুরী খোকন, বাহার রায়হান, আনোয়ার হোসেন, জাহিদুল ইসলাম, মাহফুজ নান্টু, মনির হোসেন, এমদাদুল হক সোহাগ প্রমুখ।

ক্যামেরাম্যানরা তাদের ক্যামেরা সড়কে রেখে কর্মবিরতি পালন করেন

মানববন্ধনে বক্তারা বলেন, অনুসন্ধানী সাংবাদিক রোজিনা আক্তারের সাথে যা হয়েছে, তা গণমাধ্যমের জন্য অশনি সংকেত। দুর্নীতিবাজরা নিজেদের লুটপাট চালিয়ে যেতে রোজিনার উপর পরিকল্পিতভাবে এসব ঘটনা করেছে। তারা গণমাধ্যমের কন্ঠরোধ করতে চায়। রোজিনার উপর নির্যাতনকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এ সময় দ্রুত রোজিনা আক্তারের বিরুদ্ধে করা সাজানো মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা। না হলে আরও বড় কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়।

এদিকে, মানবন্ধনের এক পর্যায়ে কুমিল্লা ফটো সাংবাদিক ফোরাম ও বিভিন্ন টেলিভিশনের ক্যামেরাম্যানরা তাদের ক্যামেরা সড়কে রেখে কর্মবিরতি পালন করেন। এ সময় রোজিনার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয় তারা।

এ সম্পর্কিত আরও খবর