দুই দিনে সোনামসজিদ দিয়ে ফিরেছেন ৩৫ বাংলাদেশি

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ | 2023-08-26 00:24:33

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর চেকপোস্ট দিয়ে ভারতে আটকে পড়া ১১ জন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (২০ মে) বেলা ১২টার দিকে ছোট ছোট দলে ভাগ হয়ে আটকে পড়া বাংলাদেশিরা ভারতের মোহদীপুর দিয়ে সোনামসজিদ চেকপোস্টে প্রবেশ করে। সোনামসজিদ ইমিগ্রেশন অফিসার এসআই জাফর ইকবাল জানান, গত ২ দিনে ভারত থেকে দেশে ফিরলেন ৩৫ জন। 

তিনি আরও জানান, ভারতফেরতদের স্বাস্থ্য পরীক্ষার পর ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়। এর আগে বুধবার সোনামসজিদ চেকপোস্ট দিয়ে ২৪ জন বাংলাদেশি প্রবেশ করেছে।

চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, ভারত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে ১৪ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। সকল খরচ যাত্রীদের বহন করতে হবে।

এছাড়া কারও করোনা পজিটিভ শনাক্ত হলে তাদের ২৫০ শয্যার জেলা হাসপাতালের আইসোলেশন সেন্টারে স্থানান্তর করা হবে।

এদিকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বী জানান, কোয়ারেন্টিনে থাকা যাত্রীরা যাতে কেউ পালিয়ে যেতে না পারে সেজন্য পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৬ মে সোনামসজিদ চেকপোস্ট দিয়ে তাদের দেশে ফেরার কথা থাকলেও ভারতের পশ্চিমবঙ্গে লকডাউনের কারণে সেদিন কেউ প্রবেশ করতে পারেনি। ১৯ মে বুধবার দুপুরে ২৪ জন বাংলাদেশি সোনামসজিদ চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

এ সম্পর্কিত আরও খবর