দ্বিতীয় মেয়াদে জাবি উপাচার্য ড. ফারজানা ইসলাম

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-26 04:36:28

  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. ফারজানা ইসলাম। গতকাল শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব বুঝে নেন। দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক, সিনেট ও সিন্ডিকেট সদস্য, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতি ও শিক্ষক- শিক্ষাির্থীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় উপাচার্য ড. ফারজানা ইসলামকে বিভিন্ন বিভাগ ও সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। দায়িত্ব গ্রহণের পর উপাচার্য তাঁর বক্তব্যে বিশ^বিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপাচার্য বলেন, ‘বিগত চার বছর অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। হয়তো এ কারণেই বিগত চার বছরে বিশ্ববিদ্যালয় পরিচালনায় শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন প্রচেষ্টার স্বীকৃতি। তবুও বিগত সময়ে ভুলত্রুটি হওয়া অস্বাভাবিক নয়। দ্বিতীয় মেয়াদে সেগুলো সংশোধন করে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার সুযোগ পেলাম।’ দায়িত্ব গ্রহণ শেষে দুপুরে অধ্যাপক ড. ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার, বিকালে জাতীয় স্মৃতিসৌধ এবং সন্ধ্যায় ধানমন্ডিতে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। গত ১৮ ফেব্ব্ররুয়ারি ১৯৭৩ এর ১১(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব জিনাত রেহানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. ফারজানা ইসলামকে পুনরায় চার বছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের আদেশ জারি করা হয়। উল্লেলেখ্য, অধ্যাপক ড. ফারজানা ইসলাম ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত বিশেষ সিনেট অধিবেশনে তিনজনের উপাচার্য প্যানেল মনোনয়নে ‘প্রথম’ হয়েছিলেন। এরপর ২০১৪ সালের ০২ মার্চ তিনি উপাচার্য হিসেবে নিয়োগ পান।

এ সম্পর্কিত আরও খবর