ঘূর্ণিঝড় ইয়াস: সীমিতভাবে ফেরি চলছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-30 09:03:23

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল মানিকগঞ্জের পদ্মা-যমুনা। যার ফলে সীমিতভাবে ফেরি চলাচল করছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে।

বুধবার (২৬ মে) সকাল ১১টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বার্তা২৪.কম’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে মানিকগঞ্জের পদ্মা-যমুনা নদীতে ঢেউ বাড়ছে। দুর্ঘটনা এড়াতে সীমিতভাবে ফেরি চলাচল করছে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুটে।

নৌরুট দু’টিতে ছোট বড় মিলে মোট ২০ টি ফেরি থাকলেও জরুরি যানবাহন পারাপারের জন্য ২/৩টি ফেরি চলাচল করছে। ফেরি চলাচল সীমতি হয়ে যাওয়ায় নৌরুট এলাকায় অপেক্ষামাণ যানবাহনের সারি বাড়ছে।

অবস্থা প্রতিকূল মনে হলে জান-মাল রক্ষার স্বার্থে যে কোন সময় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে বলেও মন্তব্য করেন জিল্লুর রহমান।

এ সম্পর্কিত আরও খবর